খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৩ মে

অনলাইন ডেস্ক :: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৩ মে ধার্য করেছে আদালত।
আজ বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।
২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে সেখানে বোমা নিক্ষেপ করেন।
সঙ্গতিপূর্ণ আরো খবর

সাতক্ষীরায় ধর্ষন চেষ্টার দায়ে সাত বছর কারাদন্ড
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: ধর্ষন চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে সাত বছর কারাদন্ড ও ২০ হাজারবিস্তারিত পড়ুন …

মানবতাবিরোধী অপরাধ: অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকসহ চারজনের বিচার শুরু
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক সংসদবিস্তারিত পড়ুন …